দেশজুড়ে

মেহেরপুরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার জেলা প্রশাসক পরিমল সিংহ ও সহকারী রিটার্নিং অফিসার মো. রোকনুজ্জামান। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মিয়াজান আলী পেয়েছেন কাপপিরিচ, আলহাজ গোলাম রসুল আনারস, সাহিদুজ্জামান খোকন তালগাছ ও জিয়া উদ্দীন বিশ্বাস পেয়েছেন চশমা প্রতীক। এছাড়াও সদস্য পদে ৪৭ ও সংরক্ষীত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।আসিফ ইকবাল/এএম