জেলা পরিষদ নির্বাচনে শরীয়তপুরে চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়।প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খানা, জেলা নির্বাচন কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ।জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার পেয়েছেন মোটরসাইকেল এবং স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী পেয়েছেন আনারস প্রতীক। এছাড়া পর্যায়ক্রমে আজ সংরক্ষিত নারী আসনের ১০ জন ও সাধারণ সদস্য ৪৩ জন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ডিসেম্বর পর্যন্ত সংরক্ষিত আসনের নারী সদস্য ১ জন ও সাধারণ সদস্য প্রার্থী ৯ জন তাদের মনোনয়নপত্র পত্যাহার করে নিয়েছেন।জেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, আগামী ২৮ ডিসেম্বর শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে লড়ছেন চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রার্থী।জেলায় ৬টি উপজেলা পরিষদ, ৬টি পৌরসভা ও ৬৫টি ইউনিয়ন পরিষদকে ১৫টি সাধারণ ওয়ার্ড এবং ৫টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করা হয়। যার মোট ভোটার সংখ্যা ৯৪১ জন। এতে ১৫টি কেন্দ্রে ৩০টি বুথে ভোটগ্রহণ চলবে। জেলা নির্বাচন কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত আসনে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন প্রার্থীকে আজ প্রতীক বরাদ্দ দেয়া হয়।মো. ছগির হোসেন/এএম/পিআর