দেশজুড়ে

শাহজাদপুরে ৯ হাজার লিটার পেট্রলসহ লরিচালক আটক

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৯ হাজার লিটার বাংলা পেট্রলসহ ট্যাংকলরি চালককে আটক করেছে পুলিশ। আটক চালকের পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ। সোমবার বিকেলে শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়। স্থানীয়রা জানায়, বিকেলে চট্টগ্রাম থেকে ৯ হাজার লিটার বাংলা পেট্রলসহ একটি ট্যাংকলরিকে বাঘাবাড়ী আনা হচ্ছিল। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত ও উপ-পরিদর্শক এসআই কমল কুমার দেবনাথ ঘটনাস্থলে গিয়ে লরিসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে সন্ধ্যায় শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে জানাতে অপারগতা প্রকাশ করে।সহকারী পুলিশ সুপার (এসপি) আবুল হাসনাত রাত সোয়া ৮টায় পেট্রলসহ লরি আটকের বিষয়টি স্বীকার করে জাগো নিউজকে জানান, এখন পর্যন্ত লরি ও তেলের মালিকের খোঁজ পাওয়া যায়নি। ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/পিআর