শেরপুরে ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া-কুরুয়া সড়কে সিএনজি অটোরিকশা ও ভটভটি ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। নিহত চামপালী বেগম (৫৭) কুচনীপাড়া গ্রামের মৃত আক্তার হোসেনের মেয়ে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চামপালী বেগম কুচনিপাড়া গ্রামের বাড়ি থেকে সিএনজি অটোরিশিাযোগে শেরপুর শহরে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা মালভর্তি একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির চাপায় চামপালী বেগম গুরুতর আহত হন।পরে আশপাশের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান।ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।হাকিম বাবুল/বিএ