রাজবাড়ী জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. অাব্দুল মান্নান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের প্রথম নামাজের জানাজা দুপুর সাড়ে ১২টায় রাজবাড়ী কোর্ট মসজিদে, দ্বিতীয় জানাজা বাদ যোহর বড় মসজিদ খানকা শরীফে ও তৃতীয় জানাজা বাদ অাছর নিজগ্রাম সদর উপজেলার বরাটের মতিয়াগাছা খানকা শরীফে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।মরহুমের ছেলে মামুন জানান, মঙ্গলবার রাতে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রুবেলুর রহমান/এফএ/পিআর