জাতীয়

বুড়িগঙ্গায় দুই লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের মীরেরবাগে এবং বিকালে সদরঘাটে মাঝ নদীতে ভাসমান লাশ দুটি পাওয়া যায়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই কামাল হোসেন জানান, মীরেরবাগ এলাকায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৪২) মস্তকবিহীন লাশ পাওয়া গেছে। তার পরনে ছিল সাদা ডোরাকাটা শার্ট ও কালো প্যান্ট। পানিতে দীর্ঘ সময় থাকায় লাশে পচন ধরেছে বলে জানান তিনি।এদিকে সদরঘাটে উদ্ধার হওয়া লাশ সম্পর্কে একই থানার এসআই নামজুল হোসেন জানান, বিকালে মাঝনদী থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানিক ২৫ বছর। লোকটির পরনে সাদা ডোরাকাটা শার্ট ছাড়া কিছু ছিল না বলে জানান তিনি।সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তারা। এএইচ/পিআর