দেশজুড়ে

আফরোজার আত্মহত্যায় প্ররোচণাকারীদের শাস্তির দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের আফরোজা খাতুনকে (১৬) আত্মহত্যায় প্ররোচণাকারীদের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে নারী সমাজ। বুধবার বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে সচেতন নাগরিক ঐক্য কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের অায়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আঞ্জুয়ারা বেগম, লিগাল এইডের তৈয়েবা আক্তার, নারী নেত্রী পাপিয়া মুলতানা, নুপুর আক্তার, সুরাইয়া, ইসমতআরা, দিলরুবা খাতুন ও নারগিস আক্তার প্রমূখ। বক্তারা এ সময় বলেন, দড়ি দিয়ে বেঁধে বাজার ঘোরানো ও মানুষিক নির্যাতন করাসহ এসব দৃশ্য ধারণ করে ফেসবুকে আপলোড করা হয়। অসম্মানের জ্বালা সইতে না পেরে আফরোজা খাতুন আত্নহত্যা করেছে। ঘটনায় সোনাবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল ইসলাসসহ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে একটি প্রভাবশালী চক্র ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে চেষ্টা তদবির ও আফরোজার পরিবারকে জিম্মি করে ফেলেছে। এসময় বক্তারা পুলিশ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উল্লেখ্য, সোনাবাড়িয়া ইউনিয়নের বারেকের মোড় এলাকার মৃত নুর মোহাম্মদের মেয়ে আফরোজা খাতুনের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে গত শুক্রবার দড়ি দিয়ে বেঁধে বাজার ঘোরানো ও নির্যাতনের পর সেসব ঘটনা ইন্টারনেটে ছড়িয়ে দিলে আফরোজা আত্নহত্যা করে। ঘটনায় মামলার পর গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে চেয়ারম্যান মনিরুলসহ চার আসামি।আকরামুল ইসলাম/এফএ/এমএস