নাটোরের রামনগর গ্রাম থেকে হাসি বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।নিহত হাসি বেগম নাটোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে ও রামনগর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। ঘটনার পর থেকে নিহতের স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে।নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান জানান, নাটোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ের সঙ্গে এক বছর আগে রামনগর গ্রামের মিজানুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী মিজানুরের পরিবারের সদস্যরা এক লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু সেই টাকা দিতে অপারগতা জানালে হাসি বেগমের উপর নির্যাতন শুরু করে পারিবারের সদস্যরা। গতকাল মিজানুর পুনরায় যৌতুক দাবি করে হাসিকে মারধর করতে থাকে। মারধরের এক পর্যায়ে তাকে হত্যা করে গলায় রশি পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলিয়ে রাখে। ঘটনাটি এলাকাবাসী জানতে পেরে পুলিশে খবর দেয়। পরে সকালে পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে এই ঘটনার পর থেকেই হাসি বেগমের স্বামী ও পরিবারের লোকজন পলাতক রয়েছে।রেজাউল করিম রেজা/আরএআর/পিআর