সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বুধবার ভোরে নটিরজঙ্গল থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।তবে চোরাচালানিরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিজিবির তলুইগাছা ক্যাম্পের সুবেদার হুমায়ুন কবির। এসব ফেন্সিডিলের মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা। এদিকে, মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার আটটি থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারদের মধ্যে সাতক্ষীরা থানার ১৩ জন, কলারোয়া থানার ছয়জন, তালা থানার তিনজন, কালিগঞ্জ থানার তিনজন, শ্যামনগর থানার একজন, আশাশুনি থানার তিনজন, দেবহাটা থানার একজন ও পাটকেলঘাটা থানার দুইজন রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে। আকরামুল ইসলাম/এএম/এমএস