দেশজুড়ে

ডিমলায় ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

নীলফামারী জেলার ডিমলা উপজেলা ইসলামিয়া ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ হাসিম হায়লাদার এতে সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. খায়রুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আবু সাদেক চৌধুরী। এ সময় দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন চওড়া বড়গাছা কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।মানববন্ধন শেষে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি জেলা প্রশাসক জাকীর হোসেনের কাছে প্রদান করেন। সমাবেশে বক্তরা বলেন, ১৯৮৩ সালে ডিমলা ইসলামিয়া কলেজটি প্রতিষ্ঠিত হয়।কলেজটি জাতীয়করণের সকল যোগ্যতা থাকলেও এবারের জাতীয়করণের তালিকায় অর্ন্তভুক্ত না করে উপজেলার নবীন একটি কলেজ সে তালিকায় অর্ন্তভুক্ত করা হয়। বিষয়টি সরকারকে অবহিত করার জন্যই আজকের আমাদের এ আন্দোলন।  কলেজের অধ্যক্ষ হাসিম হায়দার জানান, কলেজটিতে বর্তমানে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে ছাত্র দুই হাজার, ছাত্রী দেড় হাজার। কলেজে কর্মরত আছেন ৬৭জন শিক্ষক ৭৯ জন কর্মকর্তা কর্মচারী। কলেজটি ১৯৯৩ সালে ডিগ্রি এবং ২০১১ সাল থেকে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু হয়। জাহেদুল ইসলাম/এএম/আরআইপি