দেশজুড়ে

হুইপ আতিকের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর রুমান।বুধবার দুপুরে শহরের খরমপুর এলাকায় নির্বাচনী অফিসে সাংবাদিক সম্মেলন করে হুমায়ুন কবীর রুমান এ অভিযোগ করেন। তবে হুইপ আতিউর রহমান আতিক রুমানের আনা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, এ ধরনের অভিযোগ অবান্তর। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর রুমান জানান, হুইপ আতিউর রহমান আতিক সরকারি সুবিধা ভোগ করে এলাকায় অবস্থান করে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে প্রভাব খাটাচ্ছেন। নির্বাচনের ভোটার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের কাবিখা-টিআরসহ বিভিন্ন প্রকল্প প্রদানের প্রলোভন দেখাচ্ছেন। এছাড়া গোপন বৈঠক করে তার মনোনীত আনারস প্রতীকের প্রার্থী চন্দন কুমার পালকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছেন বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের বিদ্রোহী এ প্রার্থী।রুমান ২৭ জন ভোটারের মৌখিক অভিযোগের কথা উল্লেখ করে বলেন, শেরপুর সদর, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ভোটারদেরকে ইতোমধ্যে হুইপ আতিক মোবাইল ফোনে বিভিন্ন প্রতিশ্রুতি, সুবিধা ও আর্থিক সুবিধা প্রদানের কথা বলেছেন। এমনকি তার কথা না মানলে পদ হারানো, মামলা প্রদানসহ নানবিধ হুমকি দিয়েছেন। যা সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। আমরা চাই ওনি নির্বাচনী কাজে অংশগ্রহণ না করুন, তবেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আর্কষণ করছি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) হুইপ আতিকের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি লিখিতভাবে অবহিত করে অবাধ-সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।এ ব্যাপারে হুইপ আতিউর রহমান আতিক বলেন, এ ধরনের অভিযোগ ঠিক নয়। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সাজানো। আমার দ্বারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কোন ঘটনা ঘটেনি। আমি কোন চেয়ারম্যান মেম্বারকে কোন কাজের প্রলোভন দেখাইনি।হাকিম বাবুল/এএম/আরআইপি