দেশজুড়ে

গাংনীতে যুবকের মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের সড়কের উপর থেকে হাবিব (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাবিব গাংনী শহরের থানাপাড়ার সাহার আলীর ছেলে। বৃহস্পতিবার ভোরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় মুসল্লিরা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ও নিহতের স্বজনরা গিয়ে মরদেহটি উদ্ধার করে বলে জানান স্থানীয়রা।নিহতের পরিবারের বরাত দিয়ে গাংনী থানা  পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, হাবিব নেশাগ্রস্থ ছিল। নেশার কারণে নাকি অন্য কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতেই মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। তবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পায়নি পুলিশ।আরএআর/আরআইপি