লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাশেদ নিজামকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এসময় দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বটতলী বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নিজামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।চিকিৎসাধীন নিজাম গণমাধ্যমকর্মীদের জানান, বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে বসে ছিলেন তিনি। এসময় হঠাৎ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক স্থানীয় রুবেল পাটোয়ারীর নেতৃত্বে গিয়াস ও ফারুকসহ ১০-১৫ জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এক পর্যায়ে তার মাথায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বলে অভিযোগ করেন তিনি।তবে অভিযোগ অস্বীকার করে রুবেল পাটোয়ারী বলেন, বিজয় দিবসের মাইক বাজানো নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। উত্তেজিত একজন হঠাৎ মাইক দিয়ে রাশেদের মাথায় আঘাত করেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহ নেওয়াজ বলেন, দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা শুনিনি, তবে একজনকে আঘাত করা হয়েছে। কাজল কায়েস/এফএ/এমএস