দেশজুড়ে

রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ অালী অার নেই

রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ অালী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের প্রথম নামাজে জানাজা বেলা ১১টায় রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে, দ্বিতীয় নামাজে জানাজা দুপুর ২টায় বিএমডি স্কুল মাঠে ও বিকেলে তৃতীয় নামাজে জানাজা তার নিজ বাড়ি শাওরাইল ইউপির মোহাম্মদ অালী একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। নামাজের জানাজা শেষে তাকে একাডেমির পাশে দাফন করা হবে।মরহুমের ভাজিতা অাকতার জানান, রাতে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রুবেলুর রহমান/এফএ/এমএস