বিশ্বকাপে ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের দিকে যাচ্ছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত অসিদের সংগ্রহ ৩৮ ওভার শেষে ৪ উইকেটে ২৩৫ রান। গ্লেন ম্যাক্সওয়েল ৪৩ আর শেন ওয়াটসন ১৭ রান নিয়ে ব্যাট করছে। এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। পঞ্চম ওভারে ডেভিড ওয়ার্নারকে সাজঘরে ফিরিয়েছেন লাসিথ মালিঙ্গা। ৯ রান করে ফিরে গেছেন ওয়ার্নার। ২৪ রান করে সেকুগে প্রসন্নের শিকার হয়েছেন অ্যারন ফিঞ্চ। তৃতীয় উইকেটে ১৩৪ রানের জুটি গড়ে অবশ্য দলকে বড় সংগ্রহের দিকে অনেকখানি এগিয়ে দিয়েছেন ক্লার্ক ও স্মিথ। ৩২তম ওভারে মালিঙ্গার বলে বোল্ড হয়ে ফিরেছেন ক্লার্ক। তার আগে খেলেছেন ৬৮ বলে ৬৮ রানের লড়াকু ইনিংস। পরের ওভারে ৭২ রান করা স্মিথকেও সাজঘরমুখী করেছেন দিলশান।‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের পথে অনেকখানি এগিয়ে গেছে শ্রীলঙ্কা ও স্বাগতিক অস্ট্রেলিয়া। আজ রোববার নিজেদের মুখোমুখি লড়াইয়ে জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলতে চাইবে দুই দল।এমআর/এমএস