দেশের অগ্রগতিতে বিশ্ব আজ অবাক দৃষ্টিতে বাংলাদেশকে দেখছে। এই উন্নয়ন ও অগ্রগতি কিছুতেই কেউ রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার বিকেল কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ দ্রুতগতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর দেশে তেমন কিছুই ছিল না। কিন্তু দেশে আজ যে কোনো প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সক্ষমতা আমাদের রয়েছে। বর্তমানে দেশে শত শত কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে কর্মিসভায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য দিলারা বেগম আসমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এম এ আফজাল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে দুপুরে শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের সামনে নরসুন্দা নদীতে নবনির্মিত পাকা সেতু উদ্বোধন করেন মন্ত্রী।সেতু উদ্বোধনের পর নরসুন্দা নদীতে চলমান লেকসিটি প্রকল্প ও ঐতিহাসিক শোলাকিয়া ইদগাহ মাঠ পরিদর্শন করেন তিনি। প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে শোলাকিয়া পাকা সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নূর মোহাম্মদ/এআরএ/পিআর