দেশজুড়ে

শিক্ষার্থীরা শুনলো বিজয়ের গল্প

লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধার মুখে বিজয়ের গল্প শোনানো হয়েছে। রায়পুর টিউলিপ স্কুল অ্যান্ড কলেজ মাঠে শনিবার বেলা ১১ টার দিকে ঘণ্টাব্যাপী এ গল্প শোনান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সহকারী কমান্ডার(শিক্ষা, পাঠাগার ও মিলনায়তন) মো. মঞ্জুরুল আলম। এ সময় শতাধিক ছাত্রছাত্রী মনোযোগ সহকারে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাসহ যুদ্ধ ও পরবর্তী সময়ের ইতিহাস শোনেন।বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজম্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে স্বেচ্ছাসেবী সংগঠন রায়পুর ফ্রেন্ডস ফোরামের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, টিউলিপ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহ নেওয়াজ চৌধুরী নয়ন, ফ্রেন্ডস ফোরামের সভাপতি আবদুর রহমান চৌধুরী তুহিন, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান মুরাদ, শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক  শেখ মোহাম্মদ নাবীর হোসাইন, হেলাল উদ্দিন, আরিফ হোসেন, রোকসানা আক্তার ও তানিয়া সুলতানা প্রমুখ।মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম বলেন, তখন নিজেদের স্বার্থে নয়, দেশের স্বার্থে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে গিয়ে দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি। আর বিভিন্ন সময় ক্ষমতার মোহে মতলববাজরা মুক্তিযুদ্ধের ইতিহাসও বিকৃত করেছে। জাতি তাদের ক্ষমা করবে না। বর্তমানে ভুয়া মুক্তিযোদ্ধারাও বিভিন্ন স্থানে দাবিয়ে বেড়াচ্ছে। নতুন প্রজম্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।কাজল কায়েস/এএম