যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কারখানার কম্প্রেসারে ত্রুটি দেখা দিলে ইউরিয়ার সার উৎপাদন বন্ধ হয়ে যায়।আশুগঞ্জ সার কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বিষয়টি নিশ্চিত করে জানান, ত্রুটি সারানোর কাজ চলছে। তবে কারখানার উৎপাদনে ফিরে আসতে কমপক্ষে ৭ থেকে ৮ দিন সময় লাগতে পারে। উৎপাদন বন্ধ থাকলেও কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত ৭ জেলায় সার সঙ্কটের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর