লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাশেদ হোসেন ভূঁইয়াকে সভাপতি, মাসুদ রানাকে সহ-সভাপতি, মামুনুর রশিদ সবুজকে সাধারণ সম্পাদক, মাহফুজ বেপারীকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও কামাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। রোববার দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক আলী মুর্তুজা বাবু ও সায়েম হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানা বলেন, কমিটি গঠনের লক্ষ্যে দলের এক মতবিনিময় সভা করা হয়েছে। সভায় নব গঠিত কমিটির নেতাদের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।কাজল কায়েস/এআরএ/আরআইপি