ডিসেম্বর মাস বিজয়ের মাস। বাংলাদেশের বিজয়ের অপর নাম শেখ মুজিবুর রহমান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। শরীয়তপুরের নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে রোববার দুপুর ২টায় বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।এসময় তিনি শ্রেষ্ঠ বাঙালি ও ইতিহাসের রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ কার্যকরী সদস্য মো. ইকবাল হোসেন অপু, জেলা আওয়মী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী সিকদার প্রমুখ।ছগির হোসেন/এআরএ/পিআর