খেলাধুলা

পঞ্চগড় সীমান্তে বিজিবি ও বিএসএফের ভলিবল খেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে প্রীতি ভলিবল ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেল ৪টায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার গিড়াগাও সীমান্তের ধারে এ খেলা অনুষ্ঠিত হয়।ভারতের ১৩৯ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়কের আমন্ত্রণে ওই সীমান্তের মেইন পিলার ৪০৯ এর ০২ এস সাব পিলার দিয়ে বিজিবির দুইটি দল ভারতে প্রবেশ করে।৩০ ব্যাটালিয়নের পরিচালক তুষার বিন ইউনুসের নেতৃত্বে বিজিবির ভলিবল ও কাবাডি দলটি সীমান্তের শূন্য রেখায় পৌঁছলে ১৩৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক শ্রী নন্দ্র রাম তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।৩০ বিজিবির পরিচালক তুষার বিন ইউনুস বলেন, এ প্রীতি ভলিবল ও কাবাডি খেলার মধ্য দিয়ে দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে। এসময় সেখানে বিজিবি ও বিএসএফের সৈনিকরা উপস্থিত ছিলেন।এমএএস/আরআই