অপহরণের ছয়দিন পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে কাঠ ব্যবসায়ী আমিনুল ইসলামের (৬০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের আইলহাস ভূমি অফিসের অদূরবর্তী ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আমিনুল ইসলাম উপজেলার আইলহাস গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আভা রাণী (৫০), তার ছেলে সঞ্জয় (৩৫) ও সুজনকে (৩২) আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যায় কাঠ ব্যবসায়ী আমিনুল ইসলাম স্থানীয় খাসকররা বাজার থেকে আলমসাধু (শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন) গাড়ি যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় আইলহাস ভূমি অফিসের কাছে পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। আজ সকাল ১০টার দিকে স্থানীয় এক কৃষক ভুট্টাখেতে ঘাস কাটতে গেলে গলিত লাশ দেখে স্থানীয়দেরকে জানায়। পরে তারা আলমডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি জানালে দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের শ্রীপদ লেন্তের স্ত্রী আভা রাণী, তার ছেলে সঞ্জয় ও সুজনকে আটক করে পুলিশ। নিহতের ছোট ভাই নুরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় আইলহাস ভূমি অফিসের কাছ থেকে তার ভাইকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজ সকালে খবর পেয়ে তার মরদেহ সনাক্ত করি। আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্রাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিন জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।সালাউদ্দিন কাজল/আরএআর/এমএস