রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় এক বখাটে জামাই নিজের শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে।সোমবার বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের ইবাদ আলী মিস্ত্রি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনু আক্তার বরু (৪৫) কামাল উদ্দিন শেখের স্ত্রী।এলাকাবাসী জানায়, দুই বছর আগে নিহত মিনু আক্তার বরুর বড় মেয়ে সাথী আক্তারের সঙ্গে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ব্যাপারি পাড়া গ্রামের জব্বার ব্যাপারির ছেলে ওয়াদুদ ব্যাপারির বিয়ে হয়।বিয়ের পর থেকে নানা সময় যৌতুকের টাকার জন্য সাথীকে নির্যাতন করে আসছিল ওয়াদুদ। মাদকাসক্ত বখাটে ওয়াদুদের অত্যাচার সহ্য করতে না পেরে সাথী এক মাস আগে বাবার বাড়ি চলে আসে।সোমবার দুপুরে ওয়াদুদ শ্বশুর বাড়ি এসে স্ত্রী সাথীকে খোঁজ করেন। সাথী বাড়ি না থাকায় শাশুড়ি মিনু আক্তারকে গালমন্দ করে জামাই ওয়াদুদ। এ সময় উভয়ের মধ্যে ঝগড়া লেগে যায়। একপর্যায়ে ওয়াদুদ রান্নাঘরে থাকা বঁটি দিয়ে শাশুড়ি মিনু আক্তার বরুর ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। মিনু আক্তারে চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ওয়াদুদ পালিয়ে যান।এলাকাবাসী মিনু আক্তারকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ওয়াদুদ পলাতক।গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ওয়াদুদ ব্যাপারিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।রুবেলুর রহমান/এএম/পিআর