দেশজুড়ে

ঈশ্বরদীতে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

ঈশ্বরদী উপজেলার সাহাপুরে দুর্বৃত্তদের ছোড়া গুলি ও অস্ত্রের আঘাতে যুবলীগের সাধারণ সম্পাদক কহিদুল ইসলাম কুদ্দুস (৩০) গুরুতর আহত হয়েছেন।সোমবার রাত পৌনে ৮টার দিকে সাহাপুরে ইউনিয়নের মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। কহিদুল ইসলাম কুদ্দুসের বাবার নাম আব্দুল হামিদ ফকির। কুদ্দুস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিনহাজের চাচাতো ভাই। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে কুদ্দুস মসজিদ মোড়ে তার এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়লে তিনি গুলিবিদ্ধ হন। তবে কে বা কারা ও কী কারণে তার উপর হামলা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিন রাউন্ড গুলির মধ্যে একটি গুলি তার পায়ে বিদ্ধ হয়।কুদ্দুসকে আহতাবস্থায় প্রথমে ঈশ্বরদী উপজেলা হাসপাতাল ও পরে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তার আত্মীয়-স্বজন থানায় জানিয়েছেন।  আলাউদ্দিন আহমেদ/এএম