দেশজুড়ে

মির্জাপুরে গ্রেফতার ৫ জুয়াড়ি কারাগারে

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাদের নামে প্রসিকিউশন মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা হলেন, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের টুক্কু মিয়ার ছেলে মোকাদ্দছ মিয়া (৪০), ননী গোপাল দাসের ছেলে দিলীপ দাস (৩৯), রশিদ দেওহাটা গ্রামের পন্ডিত আলীর ছেলে আমিনুর মিয়া (৩৬) ও আবুল হোসেনের ছেলে সাইদ মিয়া (২৮)।এলাকাবাসী জানায়, রোববার সন্ধার পর উপজেলার দেওহাটা বাজারের আফাজ উদ্দিন মলি­ক মার্কেটের একটি কক্ষে জুয়ার আসর বসে। খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে দেওহাটা ফাঁড়ির ইনচার্জ (এসআই) মুহম্মদ মিজানুর রহমান তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৭ হাজার ৯০০ টাকাও উদ্ধার করা হয়। এ বিষয়ে এসআই মিজান বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। এজাহারে পুলিশ তাদেরকে মির্জাপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে বলে উল্লেখ করে। তাদের জুয়া আইনে গ্রেফতার না দেখিয়ে উৎকোচের বিনিময়ে ৩৪ (৬) ধারায় আদালতে পাঠানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এসআই মুহাম্মদ মিজানুর রহমান বলেন, দেওহাটাতে কোন জুয়া খেলা হয় না। গ্রেফতারদের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দেয়া হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।এস এম এরশাদ/এএম/পিআর