দেশজুড়ে

ইব্রাহিমপুরে ফেরি সঙ্কটে পারাপারের অপেক্ষায় ৩০০ ট্রাক

শরীয়তপুরের ইব্রাহিমপুর ফেরিঘাটে ফেরি সঙ্কট থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাট এলাকার প্রায় ৩ কিলোমিটার সড়কে আটকা পড়েছে ৩০০ পণ্যবাহী ট্রাক। সরেজমিনে গিয়ে দেখা যায়, শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের খায়ের পট্টি এলাকা থেকে শুরু হয়ে ইব্রাহিমপুর ফেরিঘাট পর্যন্ত দীর্ঘ প্রায় আড়াই কিলোমিটার রাস্তা যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে বিভিন্ন পণ্যের ব্যবসায়ীসহ গাড়ির চালক, হেলপার ও এলাকার সাধারণ মানুষ। প্রতিদিন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক শরীয়তপুরের ইব্রাহিমপুর ফেরিঘাট দিয়ে চলাচল করে। এই নৌপথে ১টি বড় ফেরি ও ২টি ছোট ফেরি চলাচল করে। তবে বেশিরভাগ সময়ই এর একটি ফেরি অচল থাকে। সোমবার ভোর থেকে দ্রুত পারাপার গামী কস্তরি ফেরিটি ইঞ্জিনে ত্রুটি জনিত সমস্যার কারণে বন্ধ হওয়ায় আটকে পড়েছে প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক।গাড়ির চালকদের অভিযোগ, যারা লাইনম্যানকে টাকা দেয় তাদের সিরিয়াল আগে দেয়। যার কারণে কিছু ট্রাকের বহনকৃত কাঁচামাল পঁচে যাওয়ার পথে। এতে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ট্রাকচালক মাহবুবুর রহমান বলেন, গতকাল রোববার থেকে আঙ্গুরের ট্রাক নিয়ে আটকে আছি। আমার কাঁচামাল পঁচে যাওয়ার পথে। আজকের মধ্যে চাঁদপুর পৌঁছতে না পারলে আঙ্গুরগুলো নষ্ট হয়ে যাবে। তিনি আরো বলেন, লাইনম্যানকে রিসিভের চেয়ে ৫২০ টাকা বেশি দিতে হলো। কখন ফেরিতে উঠতে পারবো কি জানি।বিআইডব্লিউটিসি এর প্রান্তিক অধীক্ষক মো. আলাউদ্দিন বলেন, শরীয়তপুর ইব্রাহিমপুর-চাঁদপুর হরিণা ঘাটে পারাপারের জন্য মোট ৩ টি ফেরি রয়েছে। এর মধ্য থেকে ১টি ফেরি বেশির ভাগ সময় অচল থাকে। সোমবার ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুতগামী কস্তরি ফেরিটি সারতে দেয়া হয়েছে। ফেরিটি বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয়েছে।তবে বেশি টাকা নেয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, সরকারি রিসিভে যা আছে তাই নেয়া হয়।ছগির হোসেন/এফএ/পিআর