দেশজুড়ে

টাঙ্গাইলে ট্রাকচাপায় স্কুল ছাত্র নিহত

টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাকচাপায় মনিরুল ইসলাম (১৪) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার আটিয়া ইউনিয়নে দেলদুয়ার-ছিলিমপুর পাকা সড়কের কান্দাপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। মনিরুল ডা. এফ আর খান পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও কান্দাপাড়া গ্রামের কৃষক মোতালেব মিয়ার বড় ছেলে।সকাল সাড়ে ৯টায় মনিরুল বাইসাইকেল যুগে স্কুলে যাচ্ছিল। বের হওয়ার পর বাড়ির সামনে সড়কে দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা নেয়ার পথে সে মারা যায়। মনিরুলের মৃত্যুতে সংশিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম। এসএইচএ/এমএস