বহুজাতিক ও দেশি কোম্পানির কর ফাঁকি ও অবৈধ অর্থ প্রবাহ বন্ধে সরকারকে ব্যবস্থা গ্রহণ এবং কর ফাঁকি রোধে জাতীয় রাজস্ব বোর্ডের মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছে বিভিন্ন পেশার প্রতিনিধিরা।নোয়াখালী প্রেসক্লাবে মঙ্গলবার গণতান্ত্রিক বাজেট আন্দোলন আয়োজিত স্বাস্থ্য-শিক্ষা-মৌলিক সেবাখাতে ও ভ্যাট বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তরা, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেবাখাতে ব্যয় বাড়ানো, পরোক্ষ কর ও ভাটের বোঝা কমানো, কর্পোরেট ট্যাক্স ইনসেনটিভ বাতিল, বহুজাতিক কর্পোেেরটসমূহ কর রেয়াতি সুবিধা নেয়ার বিপরীতে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যেসকল শর্ত রয়েছে তা নিশ্চিত করার জন্য সরকারকে ব্যবস্থা নেয়ার দাবি জানায়। গণতান্ত্রিক বাজেট আন্দোলনের নোয়াখালীর সভাপতি আবদুর রহিম চেয়ারম্যানের সভাপতিত্বে মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাসদের সভাপতি নুরুল আলম চৌধুরী পারভেজ, জেলা কৃষক ফ্রন্টের তারেকশ্বর নান্টু, জেলা কৃষকদলের আহ্বায়ক রবিউল হাসান পলাশ, মহিলা আইনজীবী সমিতির সভাপতি কল্পনা দাশ প্রমুখ।মিজানুর রহমান/এএম/জেআই