জেলার গৌরনদী উপজেলার কাসমাবাদ এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত এবং ১২ যাত্রী আহত হয়েছেন।আহত ও নিহতরা মাইক্রোবাসের যাত্রী। সোমবার দুপুর সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, পটুয়াখালীর আল আমিন (৩০) ও বাউফলের সালাহউদ্দিন (৪০)।আহত ১২ জনের মধ্যে গুরুতর সহিদুল ইসলাম, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, আমিনুল হক, কবির হোসেন ও তার শিশু পুত্র সাব্বির এবং অজ্ঞাতনামা আরো ২ জনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অধিকাংশরই বাড়ি পটুয়াখালীর বাউফল ও গলাচিপা উপজেলায়।মাইক্রোবাসের আহত যাত্রী কবির হোসেন জানান, ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী সাকুরা পরিবহন দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বরিশাল থেকে কাওড়াকান্দিগামী যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।কবির হোসেন আরো জানান, মাইক্রোবাসে ধারণ ক্ষমতার চাইতে অনেক বেশী যাত্রী বহন করায় এ দুর্ঘটনা ঘটে। ১০ জনের স্থলে ১৭ জন যাত্রী বহন করছিল মাইক্রোবাসটি।গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসলেম উদ্দিন খান জানান, আহত ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গৌরনদী হাইওয়ে’র ওসি মাহাবুবুর রহমান চৌধুরী জানান, পুলিশ সাকুরা বাসটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।এমএএস/আরআই