দেশজুড়ে

ইটনায় যাত্রীবাহী ট্রলারে ডাকাতি, একজন নিখোঁজসহ আহত ৫

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ইঞ্জিনচালিত একটি ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতদলের হামলায় একজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন নূরুল আলম (৪৫) নামে আরেক যাত্রী।মঙ্গলবার রাতে উপজেলার এলংজুড়ি ইউনিয়নের কাটাখাল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কিশোরগঞ্জ হাসপাতালে আনা হয়েছে।ইটনা থানা পুলিশের পরিদর্শক তদন্ত মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিখোঁজ যাত্রীর সন্ধানে কাজ করছে পুলিশ। তিনি জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর পাঠানো হয়েছে।এলাকাবাসী জানায়, উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠান শেষে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ৫০/৬০ জন যাত্রী করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরে ফিরছিল। পথে রাত ৮টার দিকে ধনু নদীর কাটাখাল এলাকায় ৮/১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল যাত্রীবাহী ট্রলারে হামলা চালায়।এ সময় তারা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিস লুট করে। এ সময় ডাকাত দলের হামলায় নান্টু (৪৫) নামে এক যাত্রী গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়। নৌকা থেকে পড়ে নিখোঁজ হন নূরুল আলম নামে অপর যাত্রী।নূর মোহাম্মদ/বিএ