ফরিদপুরের সালথায় এসকেন সরদার (৪৫) নামে এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কাইল কালীবাড়ি এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহত এসকেন সরদার একই ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামের মৃত মাজিদ সরদারের ছেলে।নিহতের স্ত্রী রোকেয়া বেগম জানান, তার স্বামী সালথা বাজারে কাঠের ব্যবসা করতেন। মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। স্থানীয়রা জানায়, যে স্থান থেকে এসকেনের মরদেহ উদ্ধার করা হয়েছে তার পাশেই জুয়ার আসর বসে। এসকেন নিজেও মাঝে মাঝে জুয়া খেলতেন। কয়েক দিন আগে এসকেনের সঙ্গে কয়েকজন জুয়াড়ীর কথা কাটাকাটি ও মারামারির ঘটনাও ঘটে। স্থানীয়দের ধারণা জুয়া খেলা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে। সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন বলেন, হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তরুন/এফএ/পিআর