ভাঙা প্রেমে আবার মজে যাওয়ার মজাই অন্যরকম। অথবা বাঁধনটা আরো গাঢ়ো হয়। এ কথা সব সময় সত্য হয় কি না জানা নেই। আর না হলে কেনই বা আবার পুরোনো প্রেমিকের সাথে নতুন করে প্রেম করবেন জেনিফার লোপেজ।নৃত্যশিল্পী ক্যাসপার স্মার্টের সাথে গত বছরই সম্পর্কটা ভেঙে যায় জেনিফপারের। সবাইকে অবাক করে দিয়ে সেই প্রেমিকের সাথেই আবার মিলছেন তিনি। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি ক্যাফের সামনে একসঙ্গে ক্যামেরাবন্দী হন লোপেজ ও স্মার্ট।একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ফিলিম্যাক স্টুডিওতে একটি অনুষ্ঠান শেষ করে লোপেজের সঙ্গে দেখা করতে যান স্মার্ট। দুজনই এ সময় খুব উচ্ছ্বসিত ছিলেন সে সময়। স্মার্ট তখন জেনিফারের কোমর জড়িয়ে ছিলেন। এর আগে ওজানি নোয়া ও ক্রিস জুডের সঙ্গে সংসার ভেঙে যাওয়ার পর মার্কিন গায়ক ও অভিনেতা মার্ক অ্যান্থনির সঙ্গে ঘর বেঁধেছিলেন লোপেজ।২০০৮ সালে যমজ সন্তানের মা-বাবা হন লোপেজ ও মার্ক অ্যান্থনি। ২০১২ সালে মার্ক অ্যান্থনির সঙ্গে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন লোপেজ। এরপর তিনি ক্যাসপার স্মার্টকে নিয়ে স্বপ্ন দেখেন। সে স্বপ্নওে ছেঁদ পড়ে। এবার তবে দেখা যাক কোনদিকে গড়ায় এই প্রেম।এমজেড/এআরএস/আরআইপি