মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের মনোনয়নপত্র স্থগিত করেছেন আদালত। এর আগে উচ্চ আদালতে আপিল করে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রতীক পেয়েছিলেন তিনি।সেই প্রার্থীতা স্থগিত করেছেন উচ্চ আদালতের আপিল বিভাগের চেম্বার। বুধবার দুপুরে এ সংক্রান্ত একটি চিঠি জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান।রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক পরিমল সিংহ জানান, চিঠি পাওয়ার পর হাবিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করে চারজনকে প্রার্থী করে একটি চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।জানতে চাইলে হাবিবুর রহমান মুঠোফোনে প্রতিক্রিয়ায় বলেন, স্থগিতের বিষয়টি জানার পর উচ্চ আদালতে আবারও আবেদন করা হয়েছে। আশা করছি আমি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য আবারও আদেশ পাবো।আসিফ ইকবাল/এএম/এমএস