দেশজুড়ে

শ্রীনগরে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের মাইজপাড়া বাজারে বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লেগে ১০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিকরা।শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ রানা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে বাজারের বাকি দোকান ভস্মীভূত হয়। হোটেল, স্বর্ণ, টেইলার্স, ওষুধ ও মুদি দোকানসহ অন্তত ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।তিনি আরো জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘণ্টা দুই চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ক্ষতিগ্রস্ত দোকান মালিক কবীর হোসেনসহ অন্যান্যরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় ছোটবড় ১০ থেকে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।ভবতোষ চৌধুরী নুপুর/বিএ