দেশজুড়ে

দিনাজপুরে মিশনের নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা

দিনাজপুরে সুকু সরেন (৪৫) নামে মিশনের এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার রাত ১টার দিকে সদর উপজেলার আওলিয়াপুর মিশনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।সুকু সরেন সদর উপজেলার আওলিয়াপুর ইউনিয়নের আওলিয়াপুর গ্রামের লক্ষ্মণ সরেণের ছেলে।কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুকু সরেন সদর উপজেলার আওলিয়াপুর মিশনে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। বুধরাত রাত ১টার দিকে একদল অজ্ঞাত দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে গুরুত্বর আহত করে। আহত অবস্থায় মিশনের লোকজন তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার এবং ঘাতকদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলে ওসি জানান।এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি