দেশজুড়ে

লতিফ মিউনিসিপ্যাল সেমিনারির ১০০ বছর পূর্তি উদযাপন শুরু

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জেলার অন্যতম বিদ্যাপীঠ লতিফ মিউনিসিপ্যাল সেমিনারির শতবর্ষ পূর্তি উৎসব। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা, বিদ্যালয়ের শত পতাকা, শত পায়রা ও শত বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামিমুল হক ছিদ্দিকী ও বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শতবর্ষের এ মিলনমেলায় ১৯৬১ থেকে শুরু করে সব ব্যাচের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। দুই দিনব্যাপী এ উৎসবে থাকছে স্মৃতিচারণ, শতবর্ষ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গুণীজন সম্মাননা, আতশবাজি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন চন্দনা মজুমদার, এন্ড্রু কিশোর, বারী সিদ্দিকী, ছন্দা ইসলাম, এসডি রুবেল, পলক সাথী ও মমতাজ, নৃত্য পরিবেশন করবেন শিবলী মাহমুদ ও শামীম আরা নীপা। আনন্দের জোয়ারে ভাষছে পটুয়াখালীবাসী এমনটাই মনে করছেন আয়োজকরা।মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস