দেশজুড়ে

১১২ পরিবারের ঘুচলো আঁধার

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয় থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের অবস্থান। অথচ স্বাধীনতার ৪৫ বছর পরেও গ্রামটিতে লাগেনি বিদ্যুতের ছোঁয়া। ডিজিটাল এ যুগেও কেরোসিন তেলের কুপি বাতি, হারিকেন আর চার্জার লাইটে চলছিল আলো জ্বালানোর কাজ। অবশেষে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ১১২টি পরিবারে ঘুচলো সেই আঁধার। বিদ্যুৎ সংযোগ পেয়ে উচ্ছ্বাসিত গ্রামবাসী। ২৫ লাখ টাকা ব্যয়ে বাহাদুরপুর পশ্চিমপাড়া ও আনকুটিয়া (আংশিক) গ্রামের পৌনে দুই কিলোমিটার দীর্ঘ এই বিদ্যুৎ লাইনে ১১২টি পরিবারে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। এদিন দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন ঘোষণা করেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আজিজুল হক। প্রধান অতিথির বক্তব্যে সরদার আজিজুল হক বলেন, বর্তমান সরকার যে জনবান্ধন সরকার, কাজ করে তার প্রমাণ দিচ্ছে। এ সরকার মানুষের কথা ভাবে। দেশের উন্নয়ন চাইলে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। বঙ্গবন্ধু যে মুক্তির ডাক দিয়েছিলেন, বর্তমানে জননেত্রী শেখ হাসিনার সরকার মানুষের সেই মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে সরকারের এ উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো বাধাই উন্নয়নের জোয়ারকে বাধাগ্রস্ত করতে পারে নেই। ২০১৮ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া সরকারের অঙ্গীকার। তারই ধারাবাহিকতায় ১১২টি পরিবারের নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হলো। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (এমএস) প্রকৌশলী রঞ্জন কুমার সরকার, এজিএম (কওম) শয়ম রায়, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, চাটমোহর উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক কে এম বেলাল হোসেন স্বপন, ২ নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য আবু বক্কার সিদ্দিক। মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাংবাদিক শাহীন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার বিপ্লব চন্দ্র মিত্র, চাটমোহর প্রেসক্লাবের সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, সাপ্তাহিক বাঁশপত্রের সম্পাদক শামীম হাসান মিলন, প্রেসক্লাবের দফতর সম্পাদক বকুল রহমান, সাংবাদিক বিপ্লব আচার্য্য, শুভাষীশ ভট্টাচার্য তুষার। একে জামান/এএম/পিআর