শরীয়তপুরের সবচেয়ে পুরনো ও প্রথম কলেজটি অবশেষে জাতীয়করণ করা হলো। জেলার ডামুড্যা পৌরসভা ৬নং ওয়ার্ডে পূর্ব মাদারীপুর বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত এ কলেজটি।জানা যায়, অবকাঠামো, ছাত্রাবাস ও শিক্ষকদের আবাসিক সমস্যায় জর্জরিত এই কলেজটি ১৯৬৯ সালে পূর্ব মাদারীপুর কলেজ নামে ডামুড্যা উপজেলার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা মো. সেলিম বেপারী মাদারীপুর মহকুমার পূর্বাঞ্চলে ছেলে-মেয়েদের শিক্ষার উন্নয়নের কথা চিন্তা করে তৎকালীন সময়ে এ কলেজটি প্রতিষ্ঠা করেন। ডামুড্যার স্নাতক কলেজের অধ্যক্ষ মো. আলীর হাত ধরে পূর্ব মাদারীপুর কলেজের দায়িত্ব নেন অধ্যক্ষ তমিজ উদ্দিন আহম্মদ। কলেজটিকে মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে আপ্রাণ চেষ্টা করেন তমিজ উদ্দিন আহম্মদ। তিনি কলেজের ছাত্রাবাস, শিক্ষকদের নিয়মিত ভাতাদি প্রদান ও অধ্যক্ষের বাসভবন নির্মাণে যথেষ্ট অবদান রেখেছেন। বর্তমানে কলেজটিতে স্নাতক (সম্মান) শ্রেণিতে ১টি বিষয়ে অনার্স কোর্স চলমান। কলেজের এক হাজার ৫০০ শিক্ষার্থীর মধ্যে ৩২ জন শিক্ষক পাঠদান করান। এ বছর এইচএসসিতে ৬৮ দশমিক ৭ ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। ১৩ জন কর্মচারী কলেজের যাবতীয় অফিস ব্যবস্থা ও নিরাপত্তার দায়িত্ব পালন করেন। একটি অসম্পূর্ণ বিজ্ঞানাগার, অপর্যাপ্ত লাইব্রেরি নিয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঠদানের চেষ্টা করেন। জেলার ভেদরগঞ্জ এম এ রেজা ডিগ্রি কলেজ ও গোসাইরহাট শামসুর রহমান ডিগ্রি কলেজের সঙ্গে পূর্ব মাদারীপুর কলেজকে জাতীয়করণ করায় কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা আনন্দিত। তারা স্থানীয় জনগণ, সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।স্থানীয়রা জানান, কলেজটি জাতীয়করণ হওয়ায় তারা আনন্দিত। কিন্তু ভালো শিক্ষক নিয়োগ করা দরকার।ভালো শিক্ষক নিয়োগ করলে ছেলে-মেয়েদের পড়াশোনা করতে দূরে যেতে হবে না। পূর্ব মাদারীপুর কলেজের অধ্যক্ষ মো. জহির উল্লাহ জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণের অংশ হিসেবে শরীয়তপুর জেলাধীন ডামুড্যা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত পূর্ব মাদারীপুর কলেজ জাতীয়করণের লক্ষে স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করলে দ্বিতীয় ধাপে ঘোষিত ৬৪ কলেজের তালিকায় পূর্ব মাদারীপুর কলেজটি জাতীয়করণের অন্তর্ভুক্ত হয়। তিনি জানান, ইতোমধ্যে জাতীয়করণের উদ্দেশে শিক্ষা মন্ত্রণালয় থেকে তিন সদস্যবিশিষ্ট পরিদর্শন টিম কলেজটি পরিদর্শন করে এবং পরিদর্শন রিপোর্ট শিক্ষা মন্ত্রণালয় জমা হয়েছে। শিগগিরই দলিল হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে বলে কলেজের অধ্যক্ষ জানান।পূর্ব মাদারীপুর কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আহম্মদ বলেন, কলেজটি জাতীয়করণ করায় নতুন মেধাবী শিক্ষকের আগমন ঘটবে। ফলে শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি পাবে।ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, পূর্ব মাদারীপুর কলেজ জাতীয়করণ করায় কলেজের শিক্ষার মান উন্নত হবে। ভালো শিক্ষার্থীরা কলেজটিতে ভর্তি হবে এবং এলাকার মানুষের মধ্যে উন্নত মনোনশীলতা সৃষ্টি হবে।ডামুড্যা উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, পূর্ব মাদারীপুর কলেজ এ জেলার সর্বপ্রথম কলেজ। এ কলেজটি এমপি নাহিম রাজ্জাকের প্রচেষ্টায় অবশেষে জাতীয়করণ করা হয়েছে। জাতীয়করণ করায় কলেজে আরও মেধাসম্পন্ন শিক্ষকদের আগমন ঘটবে। সেই সঙ্গে শিক্ষার মান বৃদ্ধি পাবে। কলেজটি জাতীয়করণ করায় ডামুড্যা উপজেলার মানুষ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রধানমন্ত্রী আমার নির্বাচনী এলাকার তিনটি কলেজ জাতীয়করণ করেছেন। ফলে স্থানীয় শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি পাবে।মো. ছগির হোসেন/আরএআর/পিআর