বিনোদন

প্রকাশ হলো চঞ্চলের আমার গানগুলি

ব্যতিক্রমী গান নিয়ে প্রকাশ হলো সংগীতশিল্পী তৌহিদুল ইসলাম চঞ্চলের একক অ্যালবাম ‘আমার গানগুলি’। অ্যালবামটির মিউজিক কম্পোজিশন করেছেন জেভিয়ার টয়। মাশরুম এন্টারটেইনমেন্টের ব্যানারে অ্যালবামের গানগুলো বিশ্বব্যাপী শুনতে পারবেন বিভিন্ন অনলাইন পোর্টালে। তারমধ্যে রয়েছে জিপি মিউজিক, রবি ইউন্ডার, গান, সূর্যরাজ্য, গানা আইটিউনস, অ্যামাজন, স্পটিফাই, ইমিউজিক এবং গুগল প্লে মিউজিক। মহান বিজয় দিবসে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের মুক্তমঞ্চের অনুষ্ঠানে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম অ্যালবামটি অনলাইনে প্রকাশের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন রেলওয়ে অফিসার্স ক্লাব এবং এম টি হোসেন ইনস্টিটিউটের পক্ষে রাজু, টপি এবং শাহীন। শিল্পী তৌহিদুল ইসলাম চঞ্চলের সংগীতের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে শৈশব থেকেই। শুরু থেকেই বাবা মরহুম লতিফুর রহমান এবং মা হোসনেআরা বেগম তার সংগীতের প্রতি আগ্রহ দেখে অনুপ্রেরণা জোগান। আর সে থেকেই সংগীত জগতে তার বিচরণ দেশের বিভিন্ন প্রান্তে সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সংগীতপিপাসু মানুষের হৃদয়ে জায়গা করে নেন এই শিল্পী। চঞ্চল মূলত সব ধরনের গান করে থাকেন। তবে শ্রোতাদের পছন্দের উপর ভিত্তি করে নজরুল, রবীন্দ্র, দেশাত্মবোধক, ফোক ও আধুনিক গান বেশি করে থাকেন। ছেলেবেলা থেকে লালিত তার স্বপ্ন পূরণ হলো এই অ্যালবাম প্রকাশের মাধ্যমে। শ্রোতাদের ভালোবাসাই তাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে জানান তিনি।এনই/এসইউ/জেআইএম