আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে । নিহতদের দু’জন টাঙ্গাইলের রফিকুল ইসলাম হিরা ও জামালপুর সড়িষাবাড়ীর মোহাম্মদ আক্কাস বলে জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি। গুরুতর আহত একজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি ও ইউনিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভোরে ঢাকা-আশুলিয়া সড়কের আশুলিয়ার ইউনিক এলাকায় ট্রাকের চাপায় মারা গেছেন এক সাইকেল আরোহী। নিহত সাইকেল আরোহীর পরিচয় জানা যায় নি। পুলিশ জানায়, বুধবার ভোর রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় পিকআপ ভ্যানে গরু নিয়ে উত্তরা যাবার পথে বালুবাহি ট্রাকের সাথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হন দুই গরু ব্যবসায়ী। গুরুতর আহত অপর দুজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান আরেকজন।এব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এসএইচএ/এমএস