দেশজুড়ে

শরীয়তপুরে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্বোধন

‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবো জয়ী, আমরা দুর্বার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আইসিটি হবে হাতিয়ার।’ স্লোগান নিয়ে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় সদর উপজেলা মিলনায়তনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।তিনি বলেন, লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রাম হচ্ছে ডিজিটাল প্রোগ্রাম। শিক্ষার মান উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। জেলা সদরসহ প্রতিটি উপজেলায় এ ডেভেলপমেন্ট প্রকল্প চালু করা হোক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের সহকারী প্রোগ্রামার মো. জাহিদুল ইসলাম প্রমুখ।মো. ছগির হোসেন/আরএআর/জেআইএম