‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা হবো জয়ী, আমরা দুর্বার ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আইসিটি হবে হাতিয়ার।’ স্লোগান নিয়ে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় সদর উপজেলা মিলনায়তনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।তিনি বলেন, লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রাম হচ্ছে ডিজিটাল প্রোগ্রাম। শিক্ষার মান উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। জেলা সদরসহ প্রতিটি উপজেলায় এ ডেভেলপমেন্ট প্রকল্প চালু করা হোক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান ও লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের সহকারী প্রোগ্রামার মো. জাহিদুল ইসলাম প্রমুখ।মো. ছগির হোসেন/আরএআর/জেআইএম