দেশজুড়ে

যানবাহনে পোস্টার সাঁটিয়ে প্রচারণার দায়ে জরিমানা

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে সিএনজি মাইক্রোবাস ও মোটরসাইকেলে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর রুমানের প্রতীক সম্বলিত পোস্টার সাঁটিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জি ঝিনাইগাতী বাজারে অভিযান চালিয়ে ৫টি মোটর সাইকেল, ২টি সিএনজি ও ১টি মাইক্রোবাস থেকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন।সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝিনাইগাতী উপজেলা সদরে রোববার বিকেলে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবীর রুমানের পক্ষে ৪৩টি মাইক্রোবাস, ২৯টি সিএনজি ও অনেকগুলো মোটরসাইকেল নিয়ে শো-ডাউন করা হয়। পরে ধানহাটি মোড়ে রুমানের নির্বাচনী কার্যালয়ে মাইক বেঁধে জনসভা করা হয়। বিষয়টি আচরণবিধি লঙ্ঘন হওয়ায় প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পালের পক্ষ থেকে রিটার্নিং অফিসারকে জানানো হয়। তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযোগের বিষয়টি টের পেয়ে রুমানের গাড়িবহর এলাকা ত্যাগ করে এবং নির্বাচনী অফিসের মাইক খুলে সেখানে ভেতরে সাউন্ড বক্স দিয়ে আলোচনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে হাজির হয়ে ৮টি যানবাহনকে রুমানের পোস্টার সাঁটানোর দায়ে জরিমানা করে।হাকিম বাবুল/এএম/আরআইপি