দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়ায় দীর্ঘ যানজট

ঘন কুয়াশার কারণে দফায় দফায় ফেরি বন্ধের ফলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে সহস্রাধিক যানবাহন। এসব যানবাহনের যাত্রীরা শীত ও কুয়াশার মধ্যে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।বিআইডব্লিউটিসি সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে রোববার রাত ১০টা থেকেই ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। এক পর্যায়ে এর তীব্রতা বেড়ে গেলে সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সার্ভিস পুরোপুরি বন্ধ থাকে। আড়াইটার পর কুয়াশার তীব্রতা কিছুটা কমলে ফেরি চলাচল শুরু হয়।সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশার তীব্রতা বাড়লে ফেরি চলাচল আবারো বন্ধ হয়ে যায়। এসময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ৭টি ফেরি।এদিকে দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকায় নৈশকোচসহ দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শত শত যানবাহন।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখি ৪ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া প্রান্তে পারের অপেক্ষায় রয়েছে ৬ শতাধিক যানবাহন।আটকা পড়া এসব যানবাহনের যাত্রী বিশেষ করে নারী ও শিশুরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অপরদিকে যানজটকে পুঁজি করে পাটুরিয়া ঘাটের হোটেল রেস্তোয়ায় খাবারের দাম দ্বিগুন রাখা হচ্ছে বলেও অভিযোগ করেছেন যাত্রীরা। ঘাট এলাকায় পর্যাপ্ত শৌচাগার না থাকায় দুর্ভোগের মাত্রা আরো বেড়েছে যাত্রীদের।বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জাগো নিউজকে জানান, ফেরি চলাচল স্বাভাবিক হলে যাত্রীবাহী যানবাহন গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে।বি.এম খোরশেদ/এফএ/পিআর