ব্রাহ্মণবাড়িয়ায় হালিমা (২৪) নামে এক গৃহবধূকে তার স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রামরাইল গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আলমীগর পলাতক রয়েছেন।সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নেশাগ্রস্ত আলমগীরের বাবা তার পুত্রবধূ হালিমার নামে একটি জমি রেজিস্ট্রি করে দেন। কিন্তু আলমগীর হালিমাকে ওই জমিটি তার নামে রেজিস্ট্রি করে দেয়ার জন্য চাপসৃষ্টি করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার ভোরে আলমগীর তার স্ত্রীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশর নিহতের মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী আলমগীরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।আজিজুল সঞ্চয়/এফএ/পিআর