সিরাজগঞ্জের সলঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার জেএমবি সদস্য মাহমুদুল হাসানকে (২২) তিনদিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার দুপুরে ঢাকার কাশিমপুর কারাগার থেকে মাহমুদুল হাসানকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। পরে সলঙ্গা থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইয়াছিন আরাফাত।শুনানি শেষে বিচারক নজরুল ইসলাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। সিরাজগঞ্জ সদর কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, জেএমবি সদস্য মাহমুদুল হাসান ঢাকার টঙ্গী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন। গ্রেফতার মাহমুদুল হাসান সিরাজগঞ্জের সলঙ্গা থানার রশিদপুর গ্রামের বাবর আলীর ছেলে। ইউসুফ দেওযান রাজু/এএম/জেআইএম