টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিনটি গ্রামে ডাকাতিকালে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কোলা গ্রামের নারায়ণ চন্দ্র দাসের ছেলে কমল দাস (৫৩) এবং পাকুল্যা গ্রামের শরিফুল ইসলাম (৫৬)। হাসপাতালে চিকিৎসাধীন সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার শৈলজানা গ্রামের নুর ইসলামের ছেলে নেক মাহমুদের অবস্থাও আশঙ্কাজনক।মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, বুধবার ভোররাতে উপজেলার জামুর্কি ইউনিয়নের আগধল্যা গ্রামের দেওয়ান দুলাল, কাটরা গ্রামের রিয়াজ মিয়া, আবু তালেব ও উফুলকী গ্রামের আজাহার আলী এবং রবির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয়। আগধল্যা গ্রামের দুলাল দেওয়ানের বাড়িতে ডাকাতির সময় স্থানীয় লোকজন টের পেয়ে বাড়ির চারপাশ ঘিরে ফেলে। এ সময় ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়তে থাকে। পরে এলাকাবাসী জীবন বাজি রেখে তিন ডাকাতকে ধরে ফেলে এবং বাকীরা পালিয়ে যায়। পরে তিন ডাকাতকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন ডাকাতকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় দুই ডাকাত মারা যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর