ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত পিকআপ চালক পাবনা এলাকার রফিকুল বলে জানিয়েছে পুলিশ।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা- টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়। প্রাথমিকভাবে নিহত পিকআপ চালক পাবনা এলাকার রফিকুল বলে জানা গেছে। নিহতের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস