দেশজুড়ে

লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম

লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক অতিরিক্ত সচিব শামছুল ইসলাম (আনারস) ৫৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম আলাউদ্দিন পেয়েছেন ১৯৭ ভোট।বুধবার বিকেলে জেলা নির্বাচনী কর্মকর্তা সোহেল সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।তবে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী হলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান (হেলিকপ্টার প্রতীক) দলীয় নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়ান।এআরএ/জেআইএম