রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের জেলা সদরের চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহত ব্যক্তি ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ।রাজবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া জানান, বৃহস্পতিবার ভোরে একদল ডাকাত রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের জেলা সদরের চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় ডাকাতির উদ্দেশ্যে গাছের গুড়ি কেটে ফেলে। এসময় রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি করে। এতে গুলিবিদ্ধ হয় ওই ডাকাত সদস্য। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান সুটারগান, ২ রাউন্ড গুলি ও ৬টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।রুবেলুর রহমান/এফএ/আরআইপি