ঢাকা-ঈশ্বরদী রেলপথের মুলিঢুলি মাঝগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল এ তথ্য নিশ্চিত করে জানান, রাতের কোনো এক সময় সদর মুলাঢুলি মাঝগ্রাম এলাকার ২১২নং পিলারের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই বৃদ্ধ নিহত হন। পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম